Print

SomoyKontho.com

রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১১, ২০২৫ , ৬:০৮ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১১, ২০২৫, ৬:০৮ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।

ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর এবং ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটির কেন্দ্র ছিল।

ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককে পোস্ট দিতে দেখা গেছে।। কেউ কেউ তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন এবং নিরাপদ থাকার জন্য পরামর্শ দেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]