Print

SomoyKontho.com

কমলাকান্দা উপজেলা কৃষক দলসহ সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৫, ২০২৫ , ৮:৩৪ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৫, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, নেত্রকোণা জেলা শাখার এক বিজ্ঞপ্তির মাধ্যমে কলমাকান্দা উপজেলা কৃষক দল এবং এর আওতাধীন সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

জেলা শাখার সভাপতি সালাহ্ উদ্দিন খান মিলকী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ রফিক বাবুল স্বাক্ষরিত পত্রে জানানো হয়, কমলাকান্দা উপজেলার কৃষক দল কমিটির সংগঠনের কার্যক্রমে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকার কারণে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পত্রে আরও উল্লেখ করা হয়, সাংগঠনিক কার্যক্রমে নতুন করে গতিশীলতা আনতে এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এ বিলুপ্তি কার্যকর করা হয়েছে। পরবর্তীতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিটি কেন্দ্রীয় কৃষক দল ও স্থানীয় বিএনপি শাখায় অনুলিপি প্রদান করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]