Print

SomoyKontho.com

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৮, ২০২৫ , ৯:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: এপ্রিল ১৮, ২০২৫, ৯:৪৩ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ঢাকাগামী একটি ট্রাক (চট্ট মেট্রো ট ১১-৬৩৩১) ও পিকআপের (ঢাকা মেট্রো ন- ১৯-৮৭৯১) মুখোমুখি সংঘর্ষে ২ পুরুষ ও ২ নারী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন বলেন, বাসার মালামালসহ পিকআপটিতে ১৬-১৭ জন যাত্রী ছিল। ট্রাক এবং পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]