Print

SomoyKontho.com

সবার জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে রেলওয়ে হাসপাতাল

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২৫ , ১:৩১ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২১, ২০২৫, ১:৩১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বাংলাদেশ রেলওয়ের হাসপাতালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে। অবকাঠামো ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত উন্নয়ন শেষে সাধারণ মানুষ সারাদেশে রেলের ১০টি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। তবে, বরাবরের মতো অগ্রাধিকার পাবেন রেলের কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (২১ এপ্রিল) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্বাক্ষর হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং রেল সচিব স্মারকে সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি টিম আগামী সপ্তাহে রেলের হাসপাতালগুলো পরিদর্শন করবে। এসময় কী ধরণের অবকাঠামোগত উন্নয়ন দরকার সে ব্যাপারে রিপোর্ট দেবে।

রেল উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, রেলের চট্টগ্রাম হাসপাতাল ৯১ বেড থাকলেও পরিদর্শনের সময় ভর্তি থাকতে দেখেছি মাত্র পাঁচজন। অথচ, চট্টগ্রাম মেডিকেলে রোগীদের বারান্দা-মেঝেতে থাকতে হয়।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, দেশে ৮ হাজার ডাক্তারের সংকট রয়েছে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএস-এর মাধ্যমে ২ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হচ্ছে।

উল্লেখ্য, দেশের ১০টি রেল হাসপাতালে বর্তমানে বেডের সংখ্যা ৪৩১টি। এতোদিন সেগুলো রেলের কর্মকর্তা কর্মচারিদের জন্য বরাদ্দ ছিল। তাদের পাশাপাশি সর্বসাধরণের চিকিৎসা নিশ্চিত করতে স্বল্প এবং দীর্ঘ মেয়াদি কী করতে হবে সেটা ঠিক করা হবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]