Print

SomoyKontho.com

আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক গাত্তি আর নেই

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২৫ , ৩:০৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২১, ২০২৫, ৩:০৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক ও জাতীয় দলের সাবেক তারকা হুগো ওরল্যান্ডো গাত্তি আর নেই। রোববার (২০ এপ্রিল) ৮০ বছর বয়সে তিনি মারা জান। এক প্রতিবেদনে মার্কিন ম্যাগাজিন ব্যারন্স এ তথ্য জানায়।

প্রতিবদনে বলা হয়, গত দুই মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গাত্তি। কোমরের হাড় ভেঙে যাওয়ার পর তাকে ভর্তি করা হয়। তবে পরবর্তীতে তার নিউমোনিয়া, কিডনি ও হৃদযন্ত্রে জটিলতা দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তার পরিবার তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়।

ব্যতিক্রমী খেলার ধরণে জন্য ‘এল লোকো’ বা ‘পাগল’ নামে পরিচিত ছিলেন গাত্তি। তিনি আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডধারী—মোট ৭৬৫টি ম্যাচ। ১৯৬২ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত দীর্ঘ ২৬ বছরের পেশাদার ক্যারিয়ারে তিনি ছিলেন এক অনন্য গোলরক্ষক।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com