জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টেস্ট দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন উইকেটকিপার ব্যাটার এনামুল হক বিজয়। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ৫১তম শতকের দেখা পেয়েছেন তিনি। সবশেষ ২০২২ সালে বাংলাদেশের হয়ে সাদা পোশাকে খেলেছিলেন বিজয়।
বুধবার (২৩ এপ্রিল) দল ঘোষণা করা হয়। সবশেষ সিলেট টেস্টের দলে কিছুটা পরিবর্তন এসেছে। পেসার নাহিদ রানার পরিবর্তে খেলবেন তানভীর ইসলাম।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির আলী, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।
সিলেটে প্রথম টেস্টে ৩ উইকেটে হেরেছে স্বাগতিকরা। আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]