Print

SomoyKontho.com

অপারেশন থিয়েটারে খালেদা জিয়া

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৫, ২০২১ , ৪:২৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৫, ২০২১, ৪:২৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

প্রতিবেদক : একটি ছোট অস্ত্রোপচাররের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।

সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার কিডনি সমস্যা ও রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দিয়েছে। এছাড়াও তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। শরীরে থেমে থেমে জ্বর আসায় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে তাকে এন্টিবায়োটিক দেয়া হচ্ছে।

এর আগে গত ১২ অক্টোবর নিয়মিত চেকআপের অংশ হিসেবে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রসঙ্গত, চলতি বছরের ১৪ এপ্রিল খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে ২৭ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই সময় ৫৪দিন হাসপাতালে ভর্তি থাকার পর গত ১৯ জুন বাসায় ফিরেছিলেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]