Print

SomoyKontho.com

ফ্যাসিবাদের দোসররা আদালতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে: রিজভী

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৪, ২০২৫ , ২:১৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৪, ২০২৫, ২:১৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ফ্যাসিবাদের দোসররা আসামি হয়েও আদালতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলেনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী আহমেদ বলেন, এমন আচরণ অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর প্রমাণ করার গভীর ষড়যন্ত্র। জুলাই-আগস্টের হত্যাকারী শাজাহানখান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে।

বিএনপির এ নেতা আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের নীরবতায় গণহত্যাকারীরা এমন আচরণ করছে। আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে তোলা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ।

তিনি বলেঝেন, দেশের টাকা পাচারকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। নির্বাচিত সরকার না হলে দেশে স্বৈরাচার উত্থানের শঙ্কা থাকে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]