Print

SomoyKontho.com

৬ কোটি টিকা দেয়া শেষ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৫, ২০২১ , ৪:২৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৫, ২০২১, ৪:২৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

প্রতিবেদক : দেশে এ পর্যন্ত ৬ কোটিরও বেশি ডোজ করোনা টিকা দেয়া হয়েছে। সবচেয়ে বেশি ঢাকা মহানগরে ৩৭ লাখ ১৪ হাজার ২৬৬ জন মানুষ টিকা পেয়েছেন। বান্দরবান জেলায় সবচেয়ে কম ১ লাখ ৫৭ হাজার ৯৯৫ জন টিকা পেয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার বিকাল পর্যন্ত ৪ কোটি ২ লাখ ৮৯ হাজার ৪৪৯ জনকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন। যা দেশের মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ। আর টিকার দুই ডোজ পেয়েছেন ২ কোটি ৫ লাখ ৯৩ হাজার ৯১৪ জন। সব মিলিয়ে ৬ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৩৬৩ ডোজ টিকা দেয়া হয়েছে। প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২ কোটি ১৪ লাখ ৫৩ হাজারের বেশি আর নারী ১ কোটি ৮৮ লাখ ৩৫ হাজারের বেশি। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৩ লাখ ৫০ হাজার ৪৮৫ জন আর নারী ৬০ লাখ ৪০ হাজার ৪৭২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, টিকাগ্রহীতাদের সবচেয়ে বেশি দেয়া হয়েছে সিনোফার্মের টিকা। এছাড়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৮২ লাখ ২১ হাজার ৩১৯ ডোজ দেয়া হয়েছে, মডার্নার ২৬ লাখ ৯৮ হাজার ১৯২ ডোজ এবং ফাইজার-বায়োএনটেকের ৪ লাখ ৮১ হাজার ১৬৩ ডোজ টিকা দেয়া শেষ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]