ইসমাল হোসেন স্বপন, ইতালি :
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান এর উদ্যোগে শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্রে অবস্থিত The Westin Palace হোটেলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর ৫৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে একটি কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন দেশের সম্মানিত কূটনৈতিক প্রতিনিধিবর্গ, ইতালির মিলানস্থ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলসমূহের নির্বাচিত প্রতিনিধিগণ, সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে এর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ইতালিয় ব্যবসায়ী ও বিনিয়োগকারী, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিগণ, ইতালিয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মিলানের কনস্যুলার কোরের মধ্যে কাতার, চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, পাকিস্তান, শ্রীলংকা, আয়ারল্যান্ড, ক্রোয়েশিয়া, উরুগুয়ে, মিশর, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, গাম্বিয়াসহ কনস্যুলেটের কনসাল জেনারেল ও কনসালগণ এবং মিলানের কনস্যুলার কোরের ডিন H.E. Ms. Verónica Crego Porley বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর ৫৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কনসাল জেনারেলকে শুভেচ্ছা ও ঊষ্ণ অভিনন্দন জানান। ইতালির মূল রাজনীতি ও বাণিজ্যিক নীতি নির্ধারণে অন্যতম ধনী রাজ্য লম্বার্দিয়ার রাজধানী মিলানের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মিলানের প্রবীণ রাজনৈতিক নেতৃত্ববৃন্দ যেমন Ms. Diana Alessandra De Marchi উপস্থিত ছিলেন, তেমন উপস্থিত ছিলেন তরুণ ও উদীয়মান রাজনীতিবিদ এবং ভাইস-সিন্দাকো। কনসাল জেনারেল জনাব মোহাম্মদ রফিকুল আলম তাঁর শুভেচ্ছা বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্র-জনতার বিপ্লবের উপর বিশেষভাবে আলোকপাত করেন। তিনি মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভিশন এবং বাংলাদেশ-ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমাত্রিক দিক সম্পর্কে তুলে ধরেন। কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান আকর্ষণ এবং Guest of Honor হিসেবে অনুষ্ঠানকে অলঙ্কৃত করেন Consiglio Commune Di Milan এর হেড অফ ক্যাবিনেট Mr. Filippo Barberis. তিনি উল্লেখ করেন যে, মিলানে বিদেশি বংশোদ্ভুত জনসংখ্যার হিসেবে বাংলাদেশিদের সংখ্যা অন্যতম এবং তাদের সংখ্যা উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এসকল নাগরিকদের বিভিন্ন সেবা দেয়ায় তিনি বাংলাদেশ কনস্যুলেট জেনারেলকে ধন্যবাদ জানান। তিনি মিলানসহ ইতালির অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশিদের সক্রিয় অবদান এবং সাংস্কৃতিক মেলবন্ধনের বিষয়ে আলোকপাত করেন।
কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রশিল্পীদের বিখ্যাত স্থিরচিত্রসমূহের মাধ্যমে বিশেষ প্রদর্শনী করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন, চারুশিল্প, প্রত্নতত্ত্ব, কৃষি, প্রধান উৎসবসমূহ এবং ধর্মীয়-সাংস্কৃতিক ঐকবদ্ধতা বিদেশিদের সামনে উপস্থাপন করা হয়। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর ৫৪তম বার্ষিকী উপলক্ষ্যে মিলানের বরেণ্য ব্যক্তিবর্গ এবং কূটনৈতিকগণ কেক কাটার মাধ্যমে দিবসটিকে উদযাপন করেন।
প্রবাসী বাংলাদেশিদের একটি সাংস্কৃতিক দল বাংলাদেশি বাদ্যযন্ত্রের সাথে নদীমাতৃক বাংলাদেশ এবং গ্রাম-বাংলার সৌন্দর্যের বর্ণনাসূচক দুইটি গান এবং নাচ পরিবেশনের মাধ্যমে বিদেশিদের অভিভূত করেন। পরিশেষে, অভ্যাগত অতিথিবৃন্দকে বাংলাদেশি বিখ্যাত খাবারসমূহের মাধ্যমে আপ্যায়ন করা হয় এবং বাংলাদেশি রসনাশিল্পের ঐতিহ্যের সাথে পরিচিত করানো হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]