শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যে দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। বৃহস্পতিবার (১ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিবসটির অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে এরইমধ্যে বক্তব্য দিয়েছেন শ্রমিক নেতারা। গত ১৫ বছরে যত শ্রমিক নির্যাতন হয়েছে, এসবের বিচার দাবি করেন তারা। কথা বলেন শ্রমিকের অধিকার নিয়ে। শ্রম বান্ধব আইন ও শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা বিমার বিষয়ে গুরুত্ব দেন তারা।
শ্রম সংস্কার কমিশন প্রধান সুলতান উদ্দিন আহমেদ বলেন, সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে, তাতে মে দিবসের চেতনা ছিল। বলা হয় অন্তর্বর্তী সরকার আসার পর শ্রমিকদের নিয়ে নতুন করে কাজ শুরু হয়েছে। শ্রম আইন সংশোধনের ব্যবস্থা নেয়া হয়েছে। দক্ষতা অনুযায়ী কর্মসংস্থান অধিদফতর তৈরি করা হচ্ছে।
সারাদেশে শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। শ্রমিকদের জন্য হট লাই চালু করা হয়েছে। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহতদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সংস্কার বাস্তবায়নের কাজ শুরু হবে বলেও জানান শ্রম সংস্কার কমিশন সংশ্লিষ্টরা।
ঢাকা ছাড়াও দেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহাম মে দিবস পালিত হচ্ছে। শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন এই দিবসটি পালন করছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]