প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের পহেলা মে ভিন্ন। কারণ ছাত্র-শ্রমিক-জনতার আকাঙ্খা নিয়ে নতুন বাংলাদেশ যাত্রা শুরু করেছে। কিন্তু শ্রমিকদের অবস্থা আগের মতো থাকলে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে না।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, সব পক্ষের অংশীদারিত্বের শ্রম সংস্কার কমিশন তৈরি হয়েছে। কমিশনের প্রতিবেদন দেখে ব্যক্তিগতভাবে অভিভূত হয়েছি। প্রতিবেদনটি বাস্তবায়িত হলে নতুন বাংলাদেশের ভিত্তি গড়তে পারবো। এ সময় শ্রমিকের অধিকার আদায় না হলে অভ্যুত্থানের স্বপ্ন পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, পোশাক, পরিবহন, প্রযুক্তিসহ প্রতিটি খাতে শ্রমিকের পরিশ্রম ও মালিকের মেধা রয়েছে। শ্রমিকরা যাতে উদ্যোক্তা হওয়ার সুযোগ পায় সেটি দেখতে হবে। শ্রমিকদের কল্যাণে ২০০৬ সালের শ্রম আইন সংশোধন করা হয়েছে। ৪৪টি সেক্টরে ন্যূনতম মজুরি ঠিক করা হয়েছে। এছাড়া, শ্রম আদালতকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার। এ সময় ১১৩ তম শ্রম সম্মেলনে বাংলাদেশ যোগদান করবে বলেও জানান তিনি।
শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ জানান, অন্তর্বর্তী সরকার শ্রমিকদের নিয়ে নতুন করে কাজ শুরু করেছে। দক্ষতা অনুযায়ী কর্মসংস্থান অধিদফতর তৈরি করা হচ্ছে। সারাদেশে শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে সংস্কার বাস্তবায়নের কাজ শুরু হবে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]