Print

SomoyKontho.com

পাকিস্তানি নারীকে বিয়ে করে তথ্য গোপন করার অভিযোগে বরখাস্ত ভারতীয় সিআরপিএফ সেনা

প্রকাশিত হয়েছে: মে ৪, ২০২৫ , ১:০৭ অপরাহ্ণ | আপডেট: মে ৪, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ান মুনির আহমেদ। হঠাৎ করে বিয়ে করেছেন। আর বিয়ে করে হারিয়েছেন চাকরি। কারণ— পাকিস্তানি এক নারীকে বিয়ে করার পর বিয়ের তথ্য গোপন করেছেন তিনি। এমন অভিযোগের ভিত্তিতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রোববার (৪ মে) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের এপ্রিল মাসে সিআরপিফে যোগ দেন মুনির আহমেদ। সিআরপিফের অভিযোগ, মুনির তার বিবাহের তথ্য গোপন করেছেন এবং স্ত্রীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তাকে নিজ বাসায় রেখেছিলেন, যা ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে বিবেচিত হয়েছে।

তবে, মুনির আহমেদের দাবি, পাকিস্তানি নাগরিক মিনাল খানকে বিয়ের আগে তিনি সদর দফতর থেকে লিখিত অনুমতি নিয়েছিলেন।

সিআরপিএফ থেকে বরখাস্ত হবার পর তিনি বলেন, ‘প্রথমে আমি সংবাদমাধ্যমের মাধ্যমে বরখাস্ত হওয়ার খবর জানতে পারি। কিছু সময় পর সিআরপিএফ থেকে একটি চিঠি পাই, যাতে আমাকে বরখাস্তের কথা জানানো হয়। বিষয়টি আমার ও আমার পরিবারের জন্য একটি বড় ধাক্কা। কারণ, আমি পাকিস্তানি নাগরিককে বিয়ের জন্য সদর দফতরের অনুমতি নিয়েছিলাম এবং সেটি পাওয়ার পর বিয়ে করেছি।’

মুনির আহমেদ এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নিহত হবার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দেশ দু’টিতে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]