Print

SomoyKontho.com

প্রিমিয়ার ব্যাংক কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত

প্রকাশিত হয়েছে: মে ৪, ২০২৫ , ৯:২৭ অপরাহ্ণ | আপডেট: মে ৪, ২০২৫, ৯:২৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্থানান্তরিত কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, এসইভিপি এবং অপারেশনস বিভাগের প্রধান মোঃ নাকিবুল ইসলাম; এসইভিপি এবং মানব সম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ; ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন ও এভিপি এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখার ব্যবস্থাপক মহাম্মদ তারেকুর রহমান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য অতিথিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বলেন, ‘প্রিমিয়ার ব্যাংক টেকসই ব্যাংকিং ও গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে এগিয়ে চলেছে। আমরা গ্রাহক সেবা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন নতুন পণ্য চালুর মাধ্যমে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।‘

উদ্বোধন হওয়া স্থানান্তরিত কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখায় (কুমিল্লার কোতোয়ালী মডেল থানা, গোমতী টাওয়ার-এর নিচতলায়) পুরোদমে ব্যাংকিং সেবা চালু হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]