Print

SomoyKontho.com

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত করলো আপিল বিভাগ

প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২৫ , ৫:৪৪ অপরাহ্ণ | আপডেট: মে ৬, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (৬ মে) হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর আগে, গত বুধবার চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ। পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আপিল করে। এর আগে, গত বছরের ২৫ নভেম্বর তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন চাইলে নামঞ্জুর করে চিন্ময়কে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

এই মামলা ছাড়াও, গত বছরের ২৬ নভেম্বর সাইফুল ইসলাম আলিফ হত্যা, আদালত ভবনে সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলাসহ মোট ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com