Print

SomoyKontho.com

এবার লাহোরে ভারতীয় ড্রোন ধ্বংস করলো পাকিস্তান

প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২৫ , ১২:৪৩ অপরাহ্ণ | আপডেট: মে ৮, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার মধ্যেই এবার লাহোরে ভারতীয় ড্রোন ধ্বংস করলো পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার (৮ মে) পাঞ্জাব প্রদেশের রাজধানীর ওয়ালটন রোডে ধ্বংস করা হয় ড্রোনটি।

আলজাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, এদিন হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে লাহোর। দফায় দফায় বিস্ফোরণ হয় পাঞ্জাব প্রদেশের রাজধানীর ওয়ালটন রোডে। ভারতীয় ড্রোন ধ্বংস করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। আর এতেই ওই বিস্ফোরণ ঘটে।

ড্রোনগুলো দিয়ে নজরদারি করা হচ্ছিলো বলে দাবি করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। জ্যামারের মাধ্যমে সেগুলো অকেজো করে ধ্বংস করা হয়। এ সময় ড্রোনে বিস্ফোরক বহন করা হচ্ছিলো বলেও দাবি করে পাকিস্তান।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে। শোনা যায় সাইরেনের শব্দও। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]