ছুটির সকালেও আজ ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। শুক্রবার (৯ মে) বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৪২ স্কোর নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে ঢাকা। সকাল পৌনে ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে।
এই স্কোরটি শহরের সাধারণ জনগণের জন্যও স্বাস্থ্যগত ঝুঁকি সৃষ্টি করতে পারে। বিশেষত শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে।
এদিকে, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ৩৬৪ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে চীনের শহর চেংদু। শীর্ষ তিনে থাকা বাকি অপর দুই শহর দিল্লি ও লাহোর যাদের স্কোর যথাক্রমে ১৯১ ও ১৫৬।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]