Print

SomoyKontho.com

শাহবাগে ফ্যাসিবাদের উত্থান, সেখানেই ঘটবে চূড়ান্ত পতন: হাসনাত

প্রকাশিত হয়েছে: মে ৯, ২০২৫ , ৭:১০ অপরাহ্ণ | আপডেট: মে ৯, ২০২৫, ৭:১০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

যে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (৯ মে) সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাস তিনি এমন হুঁশিয়ারি দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, শুধু সময়ের অপেক্ষা। আমাদের জুলাইয়ের সকল শক্তির ঐক্যবদ্ধ লড়াই চলবে।

এর আগে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত সমাবেশ থেকে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবরোধের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ।এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। এখান থেকে তাদের দ্বিতীয় অভ্যূত্থান পর্ব শুরু হবে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে আসছিল এনসিপিসহ বিভিন্ন দল ও সংগঠন। এরপর বিকেলে সেখানে সমাবেশ আয়োজন করে এনসিপি। সেই সমাবেশ থেকে শাহবাগ অবরোধের এই ঘোষণা দেয়া হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]