রাজধানীর খিলক্ষেত বাজার থেকে অভিযুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম খোকন এবং হেলাল উদ্দিন ও আব্দুর রহিম নামে তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে উত্তরা আর্মি ক্যাম্প।
রোববার (১১ মে) দিবাগত রাতে খিলক্ষেত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সেনাবাহিনী জানায়– তাদের বিরুদ্ধে ভূমিদস্যুতা, মাদক বাণিজ্য, ডাকাতি, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে। শহিদুল ইসলাম খোকনের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। একই অভিযোগে খোকনকে গত ২৪ সেপ্টেম্বর এবং তার সহযোগী আব্দুর রহিমকে ২২ এপ্রিল গ্রেফতার করা হয়। জামিনে মুক্তি পেয়ে আবারও তারা অপরাধে জড়িয়ে পড়ে।
সেনাবাহিনী আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]