Print

SomoyKontho.com

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২৫ , ৯:৪০ অপরাহ্ণ | আপডেট: মে ১৬, ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এনিয়ে টানা টানা দ্বিতীয়বারে মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠলো। শুক্রবার (১৬ মে) ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪ টায় শুরু হয় ম্যাচটি।

প্রথমার্ধে গোলশূন্য বিরতিতে যায় বাংলাদেশ ও নেপাল। আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে খেলা। ম্যাচের ৭৩তম মিনিটে কর্নার কিক থেকে গোলের দেখা পায় বাংলাদেশ। গোল করেন আশিকুর রহমান। এরপর ম্যাচের ৮০তম মিনিটে মানিকের অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল। গোল শোধে মরিয়া হয়ে ওঠে নেপালের যুবারা। এরই মধ্যে ৮৭তম মিনিটের দিকে একটি গোল শোধ করে তারা। নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত সময়েও আর কোনো গোল দিতে না পারায় বাংলাদেশ দল জয়লাভ করে।

উল্লেখ্য, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে শেষ চারে পৌঁছে বাংলাদেশের যুবারা।

অপরদিকে, ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক ভারত। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ‘এ’ গ্রুপের রানার-আপ মালদ্বীপ।

একই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মে। এই টুর্নামেন্টের গত আসরের ফাইনালে নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]