Print

SomoyKontho.com

মিশা সওদাগরের ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’

প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২৫ , ৯:৪৭ অপরাহ্ণ | আপডেট: মে ১৬, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে ভীষণ প্রহার করা হচ্ছে। কেউ কেউ দাবি করেন আক্রান্ত ব্যক্তি ঢালিউড অভিনেতা মিশা সওদাগর। গত বুধবার রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

তবে ভিডিওটি নিয়ে আলোচনার মধ্যে চিত্রনায়িকা রেসি ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সনি রহমান ফেসবুকে লিখেছেন, ভিডিওর ব্যক্তিটি মিশা সওদাগর নন। রেসি লিখেছেন, একটি ভুয়া ভিডিও ব্যবহার করে মিশা সওদাগর ভাইয়ার নামে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।

বিষয়টি নিয়ে মিশা সওদাগরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে আছেন মিশা সওদাগর। খোঁজ নিয়ে জানা গেছে, মিশা সওদাগর বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের ডালাসে রয়েছেন। বৃহস্পতিবার তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]