Print

SomoyKontho.com

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৫ জন

প্রকাশিত হয়েছে: মে ১৭, ২০২৫ , ৯:২৬ পূর্বাহ্ণ | আপডেট: মে ১৭, ২০২৫, ৯:২৬ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাজধানীর বাড্ডা থানার দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্পের পাশে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে।

শুক্রবার (১৬ মে ) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন-তোফাজ্জল মিয়া (৪৫) তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫),তাদের মেয়ে তানিশা (৪), মিথিলা (৭) ও তানজিলা (১১)।

আহত তোফাজ্জল ঠাকুরগাঁও সদরের চিলা রং গ্রামের বাসিন্দা। বর্তমানে বাড্ডার দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজার এর পাশে তৃতীয় তলা ভবনের নিচ তলায় পরিবার নিয়ে থাকেন।

আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. শরীফ জানান, আমার প্রতিবেশী তোফাজ্জল মিয়া একটি সিমেন্টের ফ্যাক্টরিতে কাজ করত। রাতের দিকে রান্না করার সময় চুলায় দেয়াশলাই জালানো মাত্রই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে পরিবারের সবাই দগ্ধ হয়। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে ইনস্টিটিউটের জরুরী বিভাগের তাদের চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, রাতের দিকে বাড্ডা এলাকা থেকে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আনা হয়েছে। জরুরী বিভাগে তাদের ড্রেসিং চলছে। তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]