ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে টেবিলের চার নম্বর স্থান ধরে রেখেছে ব্লুরা। আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে আবারও টেবিলের পাঁচ নম্বর স্থান দখল করেছে অ্যাস্টন ভিলা।
শুক্রবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই গোল পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ১৬ মিনিটে হেডে চেলসির জালে বল জড়িয়েছিলেন ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার। কিন্তু ভিএআরে অফসাইড ধরা পড়ায় বাতিল করা হয় সেই গোল। এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে চেলসি। কিন্তু অধিনায়ক রিস জেমসের শট পোস্টে লেগে ফিরে এলে প্রথমার্ধে লিড নেওয়া হয়নি চেলসির। দ্বিতীয়ার্ধের শুরুতে কোল পালমারের শট দারুণ দক্ষতায় ম্যানইউ কিপার ওনানা ঠেকিয়ে দিলে আবারও গোলবঞ্চিত হয় ব্লুরা। ডেডলক ভাঙে ৭১ মিনিটে। রিস জেমসের ক্রস থেকে হেডে চেলসির জয় নিশ্চিত করেন আরেক ডিফেন্ডার কুকুরেয়া। ম্যাচের শেষ দিকে নোনি মাদুকে গোলের সহজ সুযোগ হাতছাড়া করলে ১-০ ব্যবধানেই সন্তুষ্ট থাকতে হয় চেলসিকে। এই জয়ে টেবিলে চার নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে টিকে থাকল লন্ডনের ক্লাবটি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]