Print

SomoyKontho.com

দীর্ঘ ৭ বছর পর এরফান ইসলামের নতুন গান ‘ক্রাইং প্যালেস্টাইনশ’

প্রকাশিত হয়েছে: মে ১৭, ২০২৫ , ৯:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: মে ১৭, ২০২৫, ৯:৪৫ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

দীর্ঘ ৭ বছর পর নতুন গান নিয়ে ফিরলেন কন্ঠশিল্পী এরফান ইসলাম। তবে নতুন করে একটু ব্যতিক্রমভাবেই ফিরেছেন তিনি। ফিলিস্তিনিদের নির্মম অত্যাচার ও গণহত্যার প্রতিবাদেই একটি গান করেছেন এই কন্ঠশিল্পী। যে গানটির কথা-সুরও করেছেন তিনি নিজেই। মিউজিক করেছেন শান্ত রহমান। গানের শিরোনাম ‘ক্রাইং প্যালেস্টাইনশ’।

প্রকাশ হয়েছে তারই নিজস্থ ইউটিউব চ্যানেল ‘এরফান ইসলাম’ থেকে। শুধু তাই নয়-দেশের স্বনামধন্য আর্টিস্ট ও বিভিন্ন পেশার মানুষ ভিডিওতে অংশগ্রহণ করে এই অমানবিক গণহত্যা ও ধ্বংসের প্রতিবাদ জানিয়েছেন। গানটি করার ক্ষেত্রে সহযোহিতা করেছে তাদেরই ৯৩ ব্যাচ সংগঠন প্রাণের ব্যাচ ‘৯৩’। এ প্রসঙ্গে তিনি বলেন- এর আগে আমি অনেক গুলো অডিও কোম্পানির সাথেই কাজ করেছি।

পারিবারিক এবং ব্যাক্তিগত কারনে কয়েক বছর গান থেকে একটু দূরে ছিলাম। হঠাৎ চিন্তা করলাম ফিলিস্তিনিদের উপর যে নির্মম অত্যাচার ও গণহত্যা হচ্ছে তা সত্যি খুব কষ্টদায়ক। তাই প্ল্যান করলাম- এটার উপর একটি গান লিখবো এবং মিউজিক ভিডিও করবো। কাজ শুরু করলাম। অবশেষে গানটি প্রকাশ করেছি এবং ভালো সাড়া পাচ্ছি। এখন থেকে আবারও নিয়মিত গানে থাকছি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]