আবু আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ লিজা আক্তার (২০),নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত লিজা আক্তার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিমপুর গ্রামের রানা মিয়ার স্ত্রী।
বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১০ টার সময় বিজয়নগর থানার এসআই/মাহবুব আলম সরকার ও সঙ্গীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে কাশিমপুর(পূর্বাচল কলেজ সংলগ্ন, আশ্রয়ণ প্রকল্প, সরকারি ঘর নং-০৯ লিজা আক্তারের বসত ঘর থেকে ০৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লিজা আক্তারকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]