Print

SomoyKontho.com

অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে জনগণের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে: তারেক রহমান

প্রকাশিত হয়েছে: মে ১৭, ২০২৫ , ১১:৪১ অপরাহ্ণ | আপডেট: মে ১৭, ২০২৫, ১১:৪১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে জনগণের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে রাজনৈতিক দল এনডিএম’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দেশে অস্থিরতা বাড়ছে। আর এই অস্থিরতা বাড়লে সরকারের পক্ষে সামাল দেয়া সম্ভব হবেনা। এ সময়, পরিস্থিতি ঘোলাটে না করে অতিদ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবিও জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের দশ মাস পেরিয়ে গেলেও এখনো জুলাই আন্দোলনে হতাহতদের তালিকা তৈরি করতে পারেনি মন্তব্য করে প্রশ্ন রাখেন, এটা কি সরকারের গাফলতি নাকি ক্ষমতার মোহে আচ্ছন্নতা। সেইসাথে, সরকার বিপ্লবের আকাঙ্ক্ষার দিকে মনোযোগী না হয়ে, বন্দর চুক্তিসহ বিভিন্ন জনবিরোধী চুক্তিকে প্রাধান্য দিচ্ছে বলেও অভিযোগ করেন তারেক রহমান।

অপরদিকে, সরকার বিনিয়োগ নিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন করলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি উল্লেখ করে বলেন, দেশে বিনিয়োগের কোন লক্ষ্মণ নেই বরং এনবিআরের ভেঙে রাজস্বখাত ধ্বংস করা হচ্ছে। তাই দেশে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা করার কোনও বিকল্প নেই বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]