Print

SomoyKontho.com

একাধিক জেলায় কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, প্রাণহানি ১

প্রকাশিত হয়েছে: মে ১৮, ২০২৫ , ১০:০৭ পূর্বাহ্ণ | আপডেট: মে ১৮, ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার (১৭ মে) দিবাগত রাতে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু ঘরবাড়ি, মারা গেছেন একজন।

এদিন রাতে মেহেরপুরে ভারি বৃষ্টির সাথে বয়ে গেছে ঝড়ো হাওয়া। এতে জেলা সদরের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর। উপড়ে পড়েছে গাছপালা-বিদ্যুতের খুঁটি। ঘরের চাল ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন।

গাইবান্ধায়ও তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। বাতাসের তীব্রতায় চা দোকানের ওপর গাছ ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। এতে এক নারী নিহত হয়েছেন।

ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে জামালপুরেও। বিভিন্ন সড়কের ওপর উপড়ে পড়েছে গাছপালা। এতে ব্যাহত হয়েছে যোগাযোগ। এছাড়া বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফরিদপুরে বজ্রপাতে আগুন লেগে একটি তুলার গুদাম পুড়ে গেছে। সদর উপজেলার কানাইপুর বাজারে ঘটে এ ঘটনা।

স্থানীয়রা জানায়, বাজারের আমির হোসেনের তুলার গুদামের পাশে খেজুর গাছের ওপর বজ্রপাত হলে আগুন ধরে যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে গুদামে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]