Print

SomoyKontho.com

বিএনপি নেতা বাবুল চেয়ারম্যানের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, কারণ দর্শাতে নোটিশ

প্রকাশিত হয়েছে: মে ১৮, ২০২৫ , ৮:১৯ অপরাহ্ণ | আপডেট: মে ১৮, ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রংছাতি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান (বাবুল)-কে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে জেলা বিএনপি।

রোববার (১৮ মে) বিকেলে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. খায়ের। তিনি জানান, গত ১৬ মে জেলা আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক ও সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত এক চিঠিতে বাবুলকে পাঁচ দিনের মধ্যে লিখিত জবাব দেবার নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, দলীয় স্বার্থ-বিরোধী কর্মকাণ্ড ও নানা অনিয়মের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

দলীয় সূত্র জানায়, কয়েক মাস ধরে স্থানীয় কর্মসূচিতে ‘ঊর্ধ্বতন নির্দেশনা অমান্য’ ও ‘গ্রুপিং করে বিভ্রান্তি সৃষ্টির’ অভিযোগে ক্ষুব্ধ ছিলেন তৃণমূল নেতাকর্মীরা। বিষয়টি জেলা কমিটির নজরে এলে তদন্ত শেষে কারণ দর্শানোর নোটিশ জারি হয়।

এ বিষয়ে অভিযুক্ত আনিছুর রহমান পাঠান (বাবুল) চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে বলেন , বহু বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক মামলায় জেলও খেটেছি। দলের ফোরামে আমি স্পষ্ট ব্যাখ্যা দেব। কিছু ষড়যন্ত্রকারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে বিতর্কিত করতে চাইছে।

অভিযোগের ধরন সম্পর্কে জানতে চাইলে জেলা আহ্বায়ক ডা. আনোয়ারুল হক বলেন, বহুদিক বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ​লিখিত জবাব পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত হবে।

স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের মতে, সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় নেত্রকোনায় বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নেতৃত্বও কড়া নজর রাখছে। দলের আদর্শভিত্তিক ঐক্য বজায় রাখতে ‘শোকজ’ নোটিশকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]