স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমের বাকি আর একটি করে ম্যাচ। সিজনের শেষ দিকে এসে আরেকটি হারের দেখা পেলো ইতোমধ্যেই সিজনের চ্যাম্পিয়ন বনে যাওয়া বার্সেলোনা। তবে, জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।
রোববার (১৮ মে) ঘরের মাঠে ভিয়ারিয়ালের মোকাবিলা করে বার্সা। অপরদিকে, রিয়ালকে আতিথ্য দেয় সেভিয়া।
ম্যাচের চতুর্থ মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে ভিয়ারিয়ালকে ১-০ গোলের লিড এনে দেন আয়োজে পেরেজ। ৩৮ মিনিটে লামিন ইয়ামালের দারুণ ফিনিশিংয়ে সমতায় ফেরে বার্সেলোনা। প্রথমার্ধের ইনজুরি টাইমের ৫ মিনিটে ফারমিন লোপেজের গতিময় শটে ২-১ ব্যবধানে লিড নেয় স্বাগতিকরা।
বিরতির পর হঠাৎই খেই হারিয়ে বসে লিগ চ্যাম্পিয়নরা। ৫০তম মিনিটে ইয়েরেমি পিনোর পাস থেকে ভিয়ারিয়ালকে সমতায় ২-২ গোলে সমতায় ফেরান স্যান্তি কমোসোনা।
এক পর্যায়ে একের পর এক আক্রমণ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না বার্সেলোনা। উল্টো খেলার ৮০ মিনিটে আরও একটি গোল হজম করে ৩-২ ব্যবধানের হার নিশ্চিত হয় কাতালানদের।
লিগের অন্য ম্যাচে, সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুর দিকেই ১০ জনের দলে পরিণত হয় সেভিয়া। এমবাপ্পেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লোইক বাদে। গোলশূন্য ফলাফলে শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর অহেলিয়া চুয়ামেনিকে ফাউল করেন ইসাক রোমেরো। শুরুতে হলুদ কার্ড দিলেও ভিএআরে ফাউলের ভয়াবহতা খতিয়ে দেখে পরে লাল কার্ড দেখান রেফারি। এবার ৯ জনের দলে পরিণত হয় সেভিয়া। ম্যাচের ৭৫তম মিনিটে এমবাপ্পের নিচু বুলেট গতির শট ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
ম্যচের ৮৭তম মিনিটে মাদ্রিদের জয় নিশ্চিত করেন বেলিংহ্যাম। গার্সিয়ার হেড পাসে দূরের পোস্টে ফাঁকায় থাকা ইংলিশ মিডফিল্ডার অনায়াসে লক্ষ্যভেদ করলে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]