Print

SomoyKontho.com

পলাতকদের কিছু অর্থ জব্দ করা হয়েছে: গভর্নর

প্রকাশিত হয়েছে: মে ১৯, ২০২৫ , ২:৫৮ অপরাহ্ণ | আপডেট: মে ১৯, ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

যারা পালিয়ে গেছে তাদের কিছু অর্থ জব্দ করা হয়েছে। কিভাবে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায় সে বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

সোমবার (১৯ মে) দুপুরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

গভর্নর বলেন, যেসব অর্থ ব্যাংক থেকে দুর্নীতি করে নেয়া হয়েছে সেগুলো ব্যাংকে ফেরত দেয়া হবে। আর যেগুলো নন ব্যাংকিং অর্থ সেগুলো সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। টাকা ফেরত আনার অভিজ্ঞতা বাংলাদেশের নেই। বিদেশিদের সহায়তা পেয়ে গেলে অ্যাকাউন্ট ফ্রিজ করা যাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে ব্যাংকে দুর্নীতি হলে দুদক তদন্ত করবে। দুদক তার নিজস্ব আইন অনুযায়ী কাজ করবে। নগদের বোর্ডে যারা ছিলো তারা ৬৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে। তাদের হাতে নগদের কাজ ফিরে যাওয়া উচিত নয়। নগদের যারা অপকর্মের সাথে জড়িত তারা তাদের অপকর্মের ডাটা থেকে মুছে ফেলতে পারে শঙ্কা প্রকাশ করেন গভর্নর।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, লুটের টাকা দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যবহার করতে ফান্ড গঠন করা হবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]