Print

SomoyKontho.com

হুমায়ূন আহমেদের জন্মদিনে শাওনের গান

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৩, ২০২১ , ৪:১৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৩, ২০২১, ৪:১৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

প্রতিবেদক : নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ। তার স্মরণে নতুন গান গাইলেন সহধর্মিণী মেহের আফরোজ শাওন। আর গানটি হলো- ‘যদি মন কাঁদে’র দ্বিতীয় অধ্যায়। ‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’ গানটির কথা লিখেছেন মোহাম্মদ ফজল। এর কথাগুলো এমন- ‘একটু পরে নামিবে আঁধার বেলাও ফুরিয়ে যাবে, সত্যি কি তুমি আমার নৃত্যের সাথী হবে? আর আগের গানটার মতো এটারও সুর করেছেন এস আই টুটুল। মিউজিক ভিডিও পরিচালনায় খায়ের খন্দকার। গতকাল শুক্রবার রাতে গানটি প্রকাশ হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে শাওন বলেন, ‘যদি মন কাঁদে আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি গান। শ্রোতারা গানটি পছন্দ করেছেন, শুধুমাত্র এজন্যই না। এই গানটির সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। গানটিতে যখন কণ্ঠ দেই তখন নিষাদ আমার পেটে। সেই গানটির কোনো মিউজিক ভিডিও ছিল না। শ্রোতাদের এত ভালোবাসা পেয়ে অভিভূত হয়েছিলাম। আমি সৌভাগ্যবান এমন একটি গান গাইতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘অনেক চমৎকার গান আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে আছে। সব গান আসলে শ্রোতাপ্রিয় হয় না। সেই গানটির দ্বিতীয় অধ্যায় হতে পারে এটি আমার মাথায় কখনও আসেনি। হঠাৎ করেই গানের গীতিকার মোহাম্মদ ফজল আমাকে বলেন গানটির দ্বিতীয় অধ্যায় করা যেতে পারে। আমি প্রথমে বিষয়টি হেলাফেলা করেছিলাম। কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি বারংবার আমাকে জানানোর পর দেখলাম গানটির মধ্যে হৃদয়ের টান আছে। এস আই টুটুল গানটিতে অসম্ভব সুন্দর একটা সুর করেছেন।’

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]