Print

SomoyKontho.com

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলছে ইইউ

প্রকাশিত হয়েছে: মে ২১, ২০২৫ , ৮:১২ পূর্বাহ্ণ | আপডেট: মে ২১, ২০২৫, ৮:১২ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে সহায়তার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে ইইউ। বুধবার (২১ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইইউ’র ২৭টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূতরা ইতোমধ্যে এ সিদ্ধান্তের বিষয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২০ মে) ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হবে বলে আশা করা হচ্ছে।

‘আমরা সিরিয়ার জনগণকে একটি নতুন, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সিরিয়া গড়তে সহায়তা করতে চাই,’ ব্রাসেলসে মন্ত্রীদের সাথে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার) পোস্টে এ কথা বলেন ইইউ’র পররাষ্ট্র নীতির প্রধান কাজা ক্যালাস ক্যালাস।

তিনি আরও বলেন, গত ১৪ বছর ধরে ইইউ সবসময় সিরিয়ার পাশে দাঁড়িয়েছে — এবং ভবিষ্যতেও থাকবে।

উল্লেখ্য, গত দশ বছরের বেশি সময় ধরে চলা সংঘাত, মানবিক সংকট এবং অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি সিরিয়া এখন আন্তর্জাতিক সহায়তা ও পুনর্গঠনের জন্য পশ্চিমা বিশ্বের দিকে চেয়ে আছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]