Print

SomoyKontho.com

পদ্ধতিগতভাবেই নারী অধিকার নিশ্চিতে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: মে ২২, ২০২৫ , ৮:২৫ অপরাহ্ণ | আপডেট: মে ২২, ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

নারীর অধিকার আন্দোলন বহুদিনের। অন্তর্বর্তী সরকার নারীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে। ঐক্যমত্যের ভিত্তিতে পদ্ধতিগতভাবেই নারী অধিকার নিশ্চিত করতে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর বাংলাদেশ পর্যটন করপোরেশনে আয়োজিত ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ক্রমবর্ধমান সহিংসতা মোকাবিলায় একটি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সমঅধিকারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে সকলকে একসাথে কাজ করতে হবে।

এ সময় মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে ১৬ দফা দাবি আলোচনায় উঠে এসেছে। সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে যথাযথ আইনের প্রয়োগ প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে নীতিনির্ধারক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সকলের সচেতনতা এবং সক্রিয় ব্যবস্থা নেয়া প্রয়োজন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]