কান চলচ্চিত্র উৎসবে সবার নজর কাড়তে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত লকেট পরে রেড কার্পেটে এসেছেন দেশটির এক মডেল রুচি গুজ্জার। এমন কাণ্ডে অনেকের মধ্যে বেশ জল্পনা-কল্পনারও সৃষ্টি হয়েছে।
কান মূলত চলচ্চিত্র উৎসব হলেও অভিনয় শিল্পীরা সেখানে তাদের সাজসজ্জার নিজেস্বতাও প্রকাশ করে থাকেন। তারই ধারাবাহিকতায় নিজেকে ব্যতিক্রমী সাজে ক্যামেরার সামনে উপস্থাপন করতে ছাড় দেননি রুচি।
কান উৎসবে তিনি এলেন সোনালী রঙ্গের একটি লেহেঙ্গা পরে। গায়ে ছিলো কুন্দনের গহনা। মাথায় লেহেঙ্গার সঙ্গে মেলানো ওড়না। তবে, এসব কিছুর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল গলার লকেটে মোদির ছবি ঝুলানোর দৃশ্য।
রুচির এমন কাণ্ড অনেকের কাছেই বিভ্রান্তিকর মনে হয়েছে। কেউ কেউ বলছেন, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মোদিকে নিয়ে অনেক মডেল-অভিনেতা-অভিনেত্রী সমর্থন দেখানোর জন্য পূর্বে অনেক কিছু করলেও এই ছবি সম্বলিত লকেটের ঘটনা বিরল বলে মন্তব্য করেছেন অনেকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, নিউজ-১৮, ইন্ডিয়ান এক্সপ্রেস
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]