Print

SomoyKontho.com

বরগুনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ১২ বছর পর গ্রেফতার

প্রকাশিত হয়েছে: মে ২৪, ২০২৫ , ৬:৪৭ অপরাহ্ণ | আপডেট: মে ২৪, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাকিবুল ইসলাম রাজন ,বরগুনা প্রতিনিধি

বরগুনার আলোচিত কলেজ ছাত্র অনিক হত্যা মামলার পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দণ্ডাদেশের ছয় বছর পরে গ্রেপ্তার করেছে বরগুনা সদর থানা পুলিশ। সকাল সাড়ে এগারোটার দিকে সংবাদ সম্মেলন করে তথ্য জানান সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান। এর আগে গতকাল রাতে তালতলী উপজেলা ফকির হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামির মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের জন্য দাবি জানিয়েছেন নিহত অনেকের বাবা।

বরগুনা সদর থানা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর পৌরসভার শহিদ স্মৃতি সড়কের সুবল চন্দ্র রায়ের ছেলে অনিককে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে ডিশ লাইনের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। হত্যার পরে নিহতের বাবার কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন হত্যাকারীরা। এর ১৮ দিন পর বরগুনা সাব-রেজিস্ট্রার অফিসের পুরাতন ভবনের পাশের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২০১৯ সালের আগস্ট মাসের ৭ তারিখ প্রধান আসামি ঢলুয়া ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের আবদুস সত্তার গাজীর ছেলে সালাউদ্দিন গাজীকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে ছিল। সম্প্রতি তিনি দেশে আসলে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। নিহত অনিকের বাবা সুবল চন্দ্র রায় অসমির দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন।

নিহত অনিকের বাবা সুবল চন্দ্র রায় বলেন, আমার ছেলে হত্যাকারীকে দীর্ঘদিন পর পুলিশ গ্রেফতার করতে পেরেছে এতে আমি অত্যন্ত খুশি। তবে তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে তা দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ জগলুল হায়দার হাসান বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন গাজি দীর্ঘদিন পার্শ্ববর্তী দেশ ভারতে পলাতক ছিল। সম্প্রতি দেশে এসে আত্মগোপনে ছিল। সদর থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে তালতলীর ফকিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]