আর্সেনাল নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে। ম্যাচের ৭৫তম মিনিটে স্টিনা ব্ল্যাকস্টেনিয়াসের জয়সূচক গোলটি করেন।
প্রতিপক্ষ বার্সেলোনা একের পর এক সুযোগ তৈরি করলেও আর্সেনালের রক্ষণভাগ দৃঢ়ভাবে সব আক্রমণ প্রতিহত করে। শেষ পর্যন্ত সুইডিশ স্ট্রাইকার ব্ল্যাকস্টেনিয়াসের শক্তিশালী ফিনিশে আর্সেনাল তাদের দ্বিতীয় নারী চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে নেয়।
এই জয়ের মাধ্যমে আর্সেনাল ২০০৭ সালের পর প্রথমবারের মতো ইউরোপের শীর্ষ নারী ফুটবল প্রতিযোগিতার শিরোপা ঘরে তুললো। অন্যদিকে, বার্সেলোনা তাদের টানা তৃতীয় শিরোপা জয় করতে পারেনি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]