ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন, ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার ও সার্বিক ক্যাম্পাস নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ছাত্রশিবির, ঢাবি শাখা।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি এস এম ফরহাদ।
তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গড়িমসিতে এখন তা সম্ভব হয়নি। অবিলম্বে ডাকসু নির্বাচনের রোডম্যাপ না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
নিরাপদ ক্যাম্পাস ইস্যুতে ঢাবি ছাত্রশিবির সভাপতি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাস থেকে ভবঘুরেদের উচ্ছেদ, প্রবেশপথে সিসি ক্যামেরা স্থাপন, প্রক্টরিয়াল টিমের মোবাইল টিম বাড়াতে হবে।
সাম্য হত্যাকাণ্ড নিয়ে ফরহাদ বলেন, জুলাই আন্দোলনের সহযোদ্ধা ছিলেন সাম্য। হত্যার অনেক দিন পেরিয়ে গেলেও বিচারে তেমন উদ্যোগ দেখা যাচ্ছে না। হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচনের পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]