Print

SomoyKontho.com

আগামী বছর থেকে টিকা উৎপাদনে যাবে সরকার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৩, ২০২১ , ৫:৪০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৩, ২০২১, ৫:৪০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ডেস্ক : আগামী বছর থেকে দেশে কোভিডের টিকা উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কর্তৃক আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে একথা বলেন তিনি।

সালমান এফ রহমান আরও বলেন, আগামী মাস থেকে ভারত থেকে টিকা আসা শুরু হবে এবং আগামী বছরের প্রথম প্রান্তিকের মধ্যে সব টিকা চলে আসবে বলে জানান তিনি। তিনি বলেন, সোস্যাল মিডিয়া হওয়ার পর থেকে আমাদের দ্বায়িত্বটা বেড়ে গেছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আলোচনা হচ্ছে। বিশ্বে অনেক দেশ আইনটি করেছে।
মিট দ্য রিপোর্টার্সে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি মুরসালিম নোমানী এবং অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]