Print

SomoyKontho.com

মিরপুরে আ. লীগ নেতা এডভোকেট নুরুল হুদা আটক

প্রকাশিত হয়েছে: মে ৩১, ২০২৫ , ২:০০ অপরাহ্ণ | আপডেট: মে ৩১, ২০২৫, ২:০০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতকর্মীদের বিক্ষোভের মুখে আটক করা হয়েছে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট নুরুল হুদাকে।

আজ শনিবার (৩১ মে) সকালে মিরপুর-১ এর চিড়িয়াখানা রোডের একটি বাসা থেকে তাকে শাহ আলী থানা আটক করে পুলিশ।

এদিকে বিক্ষোভকারীদের দাবি, ভবনটিতে রংপুরে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি নাসিমা জামান ববি এবং তার স্বামী জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সিরাজুল ইসলাম অবস্থান করছিলেন। এমন তথ্যে গত রাত থেকে বাসাটি ঘিরে ফেলেন আন্দোলনকারীরা।

তবে পুলিশের গাফিলতিতে তারা পালিয়ে গেছে। আটক করে নিয়ে যাওয়া হয়েছে আইনজীবীকে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com