Print

SomoyKontho.com

সড়ক অব্যবস্থাপনাকে শিক্ষার্থীদের লাল কার্ড

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৪, ২০২১ , ৫:২৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৪, ২০২১, ৫:২৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

প্রতিবেদক : ‘সড়কে দুর্নীতি, অব্যবস্থাপনা’কে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে রামপুরা ব্রিজ এলাকায় পূর্ব ঘোষিত এই আন্দোলন পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ তাদের ১১ দফা দাবির পক্ষে স্লোগান দেন। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, শর্তহীনভাবে গণপরিবহনে হাফভাড়া কার্যকর ও গাড়িচাপায় দুজন শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদসহ নিরাপদ সড়কের দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ-মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]