Print

SomoyKontho.com

২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩

প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০২৫ , ৫:৫৬ অপরাহ্ণ | আপডেট: জুন ৫, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সেইসাথে ২১টি নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৫০০ জন। এখন পর্যন্ত এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার (৪ জুন) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত করোনা থেকে তিনজন সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত এই ভাইরাস থেকে সুস্থ হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com