Print

SomoyKontho.com

ইরানে হামলা বন্ধ চায় রাশিয়া, মধ্যস্থতা করতেও প্রস্তুত

প্রকাশিত হয়েছে: জুন ১৮, ২০২৫ , ২:৩৯ অপরাহ্ণ | আপডেট: জুন ১৮, ২০২৫, ২:৩৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ইরানের ওপর ইসরায়েলি হামলা অব্যাহত রাখার নিন্দা জানিয়ে একে অবৈধ বলে অভিহিত করেছে রাশিয়া। সেইসাথে, দেশটিতে হামলা বন্ধের দাবিও জানিয়েছে বিশ্বের অন্যতম এ পরাশক্তি।

মঙ্গলবার (১৭ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলের হামলা অবিলম্বে থামানোর আহ্বান জানানো হয়। খবরটি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

বিবৃতিতে, ইরানের পারমাণবিক কর্মসূচিগুলোকে শান্তিপূর্ণ আখ্যা দিয়ে এতে ইসরায়েলের ধারাবাহিক হামলাকে আন্তর্জাতিক আইনে অবৈধ বলে আখ্যা দেয় মস্কো। সেইসাথে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সংঘাতের সমাধান কেবল কূটনীতির মাধ্যমেই সম্ভব বলেও উল্লেখ করা হয়।

ক্রেমলিনের অভিযোগ, চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নেয়ার চেষ্টা করছে অনেক পশ্চিমা দেশ। এসব হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি, যা বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]