ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতের নীতিনির্ধারকেরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (২০ জুন) দুপুরে পাবনার চাটমোহরে প্রবীণ বিএনপি নেতা আবু তাহের ঠাকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আবু তাহেরকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
রিজভী বলেন, শেখ হাসিনার পতন তারা সহ্য করতে পারছে না। লন্ডনে বিএনপির প্রধান উপদেষ্টা ড. ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের পর থেকে তাকে (তারেক রহমান) ঘিরে ষড়যন্ত্র শুরু হয়েছে।
তিনি আরও বলেন, ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। গত ১৬ বছরে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অনেকেই এখনও গুম আছেন। নেতাকর্মীরা মামলা ও গ্রেফতার থেকে রেহাই পাননি। ফ্যাসিবাদের সেই দিনগুলো ছিল ভয়ংকর।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com