সাবেক পাকিস্তানি পেসার ওয়াসিম আকরামের ২৪ বছরের পুরোনো রেকর্ড নিজের করে নিলেন জাসপ্রীত বুমরাহ। সেনা দেশগুলোতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) অনুষ্ঠিত খেলায় সর্বোচ্চ ১৪৮ উইকেটের মালিক এখন এই ভারতীয় পেসার।
শনিবার (২১ জুন) হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বল হাতে দারুণ শুরু করেন বুমরাহ। ম্যাচের প্রথম ইনিংসেই ইংল্যান্ডের শুরুর দুটি উইকেট তুলে নিয়ে একদিকে যেমন ভারতকে এনে দেন গুরুত্বপূর্ণ সাফল্য, অন্যদিকে গড়েন অনন্য এক রেকর্ড।
বুমরাহর এই ১৪৮ উইকেটের মধ্যে দক্ষিণ আফ্রিকায় ৩৮, ইংল্যান্ডে ৪০, নিউজিল্যান্ডে ৬ এবং অস্ট্রেলিয়ায় ৬৪টি।
১৪৬ উইকেট নিয়ে ওয়াসিম আকরাম দ্বিতীয় অবস্থানে। সেরা পাঁচের অপর তিন বোলার হলেন অনিল কুম্বলে, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি। তাদের উইকেট সংখ্যা যথাক্রমে ১৪১, ১৩০ ও ১২৩টি।
এই অঞ্চলে (সেনা) রান করার দিক দিয়েও ভারতীয়দের আধিপত্য। এই চার দেশে ৫ হাজার ৩৮৭ রান করে শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com