Print

SomoyKontho.com

দু’দিন বিরতির পর আজ আবারও শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক

প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২৫ , ১০:৪০ পূর্বাহ্ণ | আপডেট: জুন ২৫, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাষ্ট্রের বি‍ভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে দ্বিতীয় পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্বে যেসব সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য হয়নি সেগুলো এই পর্বে আলোচনা হচ্ছে।

দু’দিন বিরতির পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় শুরু হবে বৈঠক। দ্বিতীয় পর্বের পাঁচ দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের ৯টি বিষয়ে আলোচনা হয়েছে। আলোচিত ৯টি বিষয়ের মধ্যে দুটি বিষয়ে একমত হয়েছে দলগুলো। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

এই পর্বে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দলগুলোর সঙ্গে মোট ২০টি বিষয় নিয়ে আলোচনার প্রস্তুতি আছে কমিশনের। আলোচনায় অগ্রগতি সাপেক্ষে প্রয়োজনে আরও বিষয় যুক্ত করতে চায় কমিশন। এছাড়া, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাইয়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করার লক্ষ্য রয়েছে কমিশনের।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]