Print

SomoyKontho.com

ইরান-ইসরায়েল ইস্যুতে ‘গালি’ উচ্চারণ করলেন ট্রাম্প

প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২৫ , ১০:৪১ পূর্বাহ্ণ | আপডেট: জুন ২৫, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু দুই দেশ যুদ্ধবিরতির পরও হামলা-পাল্টা হামলা চালানোয় সাংবাদিকদের সামনেই গালি উচ্চারণ করেন ট্রাম্প।

হোয়াইট হাউজ থেকে ন্যাটো সম্মেলনের উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, ‘তারা আসলে জানেই না কী করছে। খবর দ্য গার্ডিয়ান’র।

এখানেই থেমে না থেকে তিনি বলেন, এই দুই দেশ এত দিন ধরে যুদ্ধ করছে, এতটা ক্ষয়ক্ষতি করেছে যে এখন নিজেরাই জানে না তারা কী করছে। বুঝেছো? এরমাঝেই একটি অশালীন শব্দ উচ্চারণ করেন তিনি। বলেই সামনের দিকে হাটা শুরু করেন।

এর আগে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘এইমাত্র যুদ্ধবিরতি কার্যকর হলো। কেউ যেন চুক্তি না ভাঙে।’ এরপরই তিনি ইসরায়েলকে উদ্দেশ করে বলেন, ‘তোমরা যদি আবার বোমা ফেলো, তবে সেটা বড় ধরণের চুক্তিভঙ্গ। পাইলটদের বাড়ি ফিরিয়ে নাও।’

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]