Print

SomoyKontho.com

জকোভিচের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৬, ২০২২ , ১১:১৩ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৬, ২০২২, ১১:১৩ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ডেস্ক : অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারলেন না বিশ্বের শীর্ষ টেনিস তারকা নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে যেসব শর্ত পূরণ করতে হয়, তাতে তিনি ব্যর্থ হওয়ার কারণে তার ভিসা বাতিল করেছে কর্তৃপক্ষ। তাকে মেলবোর্ন বিমাববন্দরে কয়েক ঘন্টা বসিয়ে রেখে দেশে ফেরত পাঠানোর কথা রয়েছে। তিনি করোনাভাইরাস সম্পর্কিত বিধিনিষেধ মানেননি বলে বলা হয়েছে। এ কারণে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর কথা। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, বিশ্বের এক নম্বর টেনিস তারকা বলে ছাড় পাননি জকোভিচ। তাকে বিমানবন্দর থেকে একটি হোটেলে নিয়ে আটক রাখা হয়েছে। সেখান থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হবে। এ খবর সারাবিশ্বে হইচই পড়ে গেছে। প্রতিটি সংবাদ মাধ্যম ফলাও করে প্রচার করছে এ খবর। কারণ, বিশ্বের এক নম্বর টেনিস তারকা তিনি। তাকে অস্ট্রেলিয়া ছাড় দিতেও পারতো। কিন্তু ‘আইন আইনই’। বড় ছোট কাউকে আলাদা চোখে দেখে না আইন। এ কথার প্রমাণ রেখে অস্ট্রেলিয়া তাকে প্রবেশ করতে দিচ্ছে না। বিমানবন্দরে আটকে রেখে কয়েক ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে করোনাভাইরাসের টিকা নেয়ার ব্যাপারে। কিন্তু তিনি টিকা নিয়েছেন কিনা সে বিষয়ে কোনো কথা বলেননি। উল্লেখ্য, গত বছরে বলেছিলেন টিকা নেয়ার বিরোধী তিনি। ওদিকে টেনিস অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে যে, দুটি আলাদা প্যানেলের রিভিউয়ের পর এই খেলোয়াড়কে টিকা নেয়ার ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে। কিন্তু দুবাই থেকে বুধবার তিনি যখন মেলবোর্নে পৌঁছেন সমস্যা দেখা দেয় তখনই। সেখানে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স এক বিবৃতিতে বলেছে, অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে হলে যেসব অত্যাবশ্যকীয় শর্ত পালন করতে হয়, জকোভিচ তা পূরণে ব্যর্থ হয়েছেন। তাই তার ভিসা বাতিল করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]