Print

SomoyKontho.com

সব খানেই পারদর্শী নাদিয়া নুপুর রোজ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৬, ২০২২ , ১১:১৬ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৬, ২০২২, ১১:১৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

প্রতিবেদক : নাদিয়া নুপুর রোজ। সবখানেই পারদর্শী। নাচতে পারেন। গাইতে পারেন। হাটতে পারেন র‌্যাম্পে। আবৃতি করতে পারেন কবিতাও। তবে শুরু থেকে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করলেও বর্তমানে গান নিয়ে বেশি ব্যস্ত থাকেন। এর মধ্যে ‘ভালোবাসার প্রেম পিড়িতি’, ‘মাটির ময়না’, ‘আমার অন্তরে অনন্ত ব্যথা’সহ কয়েকটি গান প্রকাশ হয়েছে তার কন্ঠে। আরো কিছু নতুন গানের কাজ চলছে। যা শীগ্রই বাজারে আসবে। এমনটাই জানালেন রোজ।

বললেন, ছোট থেকে শোবিজের প্রতি একটা দূর্বলতা ছিল। প্রথমে আমি ফটোস্যুট এবং র‌্যাম্পে কাজ করেছি। এখনো ফটোস্যুটের কাজগুলো করা হয়। অনেকগুলো ফ্যাশন হাউসের ড্রেসের মডেলও হয়েছি। তবে গানটা আমার আলাদা একটা টান। এর মধ্যে কয়েটি গান প্রকাশ হয়েছে। আরো কিছু নতুন গান আসছে। তবে আমার চেষ্টা আছে সামনের কাজগুলো আরো ভালো করার। আশা করছি; সামনে আরো ভালো ভালো কাজ আসবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]