Print

SomoyKontho.com

সেনাবাহিনীর উদ্যোগে ঘুষের টাকা ফেরত পাচ্ছেন জেলেরা

প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২৫ , ১০:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: জুন ৩০, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়ন পরিষদে জেলেদের জন্য বরাদ্দকৃত আশি কেজি চাল বিতরণের কার্ড প্রদানের জন্য চেয়ার-টেবিল পেতে সিরিয়াল দিয়ে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশ করে যমুনা নিউজ। সংবাদটি বাংলাদেশ সেনাবাহিনীর নজরে আসে। পরে বাউফল অস্থায়ী সেনাক্যাম্পের উদ্যোগে জেলেদের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুর দুইটার পরে সেনাবাহিনীর উপস্থিতিতে সরকার নিবন্ধিত ১ হাজার জেলেকে টাকা ফেরত দেয়া হবে বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল-১) জহিরুল ইসলাম।

এরআগে গত ২৮ জুন ঘুষ গ্রহণের ঘটনায় চিত্রসহ সংবাদ প্রকাশ করে যমুনা নিউজ। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, ধুলিয়া ইউনিয়ন পরিষদের একটি কক্ষে সিরিয়ালে দাঁড় করিয়ে জেলেদের চালের কার্ড প্রদানের বিনিময়ে ঘুষ গ্রহণ করা হচ্ছে। প্রতিজন জেলের থেকে চাল প্রাপ্তির কার্ড ছাড় করাতে ২০০ করে টাকা আদায় করেন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা (অস্থায়ী কম্পিউটার অপারেটর) আব্দুল্লাহ আল মামুন। তবে, জানতে চাইলে দায়সারা জবাব দেন সংশ্লিষ্টরা।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]