Print

SomoyKontho.com

ফের সম্মাননা পেলেন শিপুল সৈয়দ

প্রকাশিত হয়েছে: জুলাই ২, ২০২৫ , ৬:২৪ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২, ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ (এজেএফবি)-এর ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এজেএফবি অ্যাওয়ার্ড-২০২৫-এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন এনায়েত উল্যাহ সৈয়দ, যিনি শিপুল সৈয়দ নামে পরিচিত।

রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি)-র অডিটরিয়ামে এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতসহ বিভিন্ন ক্যাটাগরিতে দেশের গুণী শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার অনুষ্ঠান প্রধান তাশিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ চিত্রনায়ক আলীরাজ, যিনি নাট্যাঙ্গনে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ নাট্য নির্মাতার পুরস্কারও গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণ করে অভিনেতা শিপুল সৈয়দ বলেন, অভিনয় আমার ধ্যান-জ্ঞান, রক্তে মিশে গেছে। আমি অভিনয় ছাড়া কিছুই বুঝি না। এই জগতটা আমার জীবনের বড় অংশ। আজকের এই সম্মাননা আমাকে আরও অনুপ্রাণিত করছে।

এজেএফবি আয়োজিত অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় বরেণ্য অভিনেতা আলীরাজকে। বিশেষ সম্মাননা পেয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

এছাড়া এবারের এজেএফবি অ্যাওয়ার্ড-২০২৫-এ যারা পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন-চলচ্চিত্র অভিনেতা নিরব, ডিএ তায়েব, রাশেদ মামুন অপু, পূজা চেরি, আব্দুন নূর সজল, সামিরা খান মাহি, ইথুন বাবু, আসিফ আকবর, আঁখি আলমগীর, শিবা সানু, শিল্পী বেলাল খান ও গাজী রাকায়েত।

পুরস্কার বিতরণ করেন চিত্রনায়ক আলীরাজ, নিরব হোসেন, জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী ও এটিএন বাংলার তাশিক আহমেদ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]